ইসরায়েলে মহাজোট সরকার গঠনের প্রস্তাব নাকচ সাবেক সেনা কর্মকর্তার

|

ইসরায়েলে মহাজোট সরকার গঠনের প্রস্তাব নাকচ করলেন সাবেক সেনা কর্মকর্তা বেনি গানৎজ ।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।

গানৎজ এর শর্ত ছিল মহাজোট সরকার গঠিত হলে তিনিই হবেন প্রধানমন্ত্রী, তবে তাতে রাজি নন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার, আগাম সাধারণ নির্বাচনে দু’জনের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১২০ আসনের পার্লামেন্টে গানৎজের মধ্যমপন্থি ব্লু এন্ড হোয়াইট পার্টি পায় ৩৩ আসন। অন্যদিকে, লিকুদ পার্টি ৩১ আসন পায়। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিলো ম্যাজিক ফিগার ৬১। যা কোন দলই নিশ্চিত করতে পারেনি।

ছোট দলগুলোর পরিবর্তে তাই বেনি গানৎজকে সরকার গঠনের প্রস্তাব দেন পাঁচবারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গেলো মে মাসের নির্বাচনের পরও সরকার গঠনে ব্যর্থ হন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply