শুভ প্রবারণা পূর্ণিমা আজ

|

বান্দরবানে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। যা, ওয়াগ্যোয়াই পোয়ে নামে পরিচিত।

শনিবার শহরের বিভিন্ন বিহারে রং-বেরংয়ের ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এসময় ফানুসের আলোতে ঝলমল হয়ে ওঠে পাহাড়ের আকাশ। ছিলো রথ টানা-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তবে মূল প্রবারণা আজ।

বিহারে বিহারে চলছে প্রার্থনা, পঞ্চশীল গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় মঙ্গলরথ রাজবিহার ও উজানিপাড়া বিহারে নিয়ে যাওয়া হবে। রাতে হবে পিঠা উৎসব। কাল মঙ্গলরথ শহরের বিভিন্ন সড়কে ঘুরানো হবে। রাতে শঙ্খ নদে বিসর্জন দেয়া হবে মঙ্গলরথ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply