ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশ

|

প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল।

এবছর ‘চ’ ইউনিটে পাসের হার মোট পরীক্ষার্থীর ২.৫০ শতাংশ।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফলাফল প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এক হাজার ৫১১ জন পরীক্ষার্থী পাস করেছেন । আর সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

এবছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার দুই জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তন্মধ্যে ১৩ হাজার সাতশত পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ এবং গত ২৮ সেপ্টেম্বর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply