সৈকতজুড়ে অবাক করা ‘বরফ ডিম’

|

ফিনল্যান্ডের একটি সৈকত হঠাৎ করেই ঢেকে গেছে বরফ ডিমে। এক পর্যটক দম্পতির সামনে এমন দৃশ্য পড়লে তারা অবাক হয়ে যান। অপার বিস্ময় ও মুগ্ধতা মিলিয়ে তারা এই মনোরম দৃশ্যকে ক্যামেরাবন্দি করেন। বিশেষজ্ঞরা বলছেন, অতি বিশেষ পরিস্থিতির কারণেই এমনটি ঘটেছে।

ছবিটি তুলেছেন রিসটো মাট্টিলা নামের এক আলোকচিত্রী। তিনি মূলত শখের বশে ছবি তোলেন।

রিসটো মাট্টিলা বলেন, স্ত্রীকে নিয়ে মারজানিয়ামি সৈকতে হাঁটছিলাম। রোববারের ঘটনা। সূর্যটাও আলো ছড়িয়েছিল। তখন উপকূল রেখাজুড়ে অন্তত ত্রিশ মিটারজুড়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে পান।

হাইলোটো দ্বীপের এসব বরফের আকার কোনটা আস্ত ফুটবলের আবার কোনোটা ছোট্ট ডিমের মতো হবে বলেও তিনি জানান।

পাশের ওউলো শহরের বাসিন্দা এই আলোকচিত্রী বলেন, এটা ছিল আশ্চর্যজনক দৃশ্য। এর আগে কখনো এমনটা চোখে পড়েনি।

গত ২৫ বছর সৈকতের কাছে বসবাস করছেন তিনি। কিন্তু এরকম মজার দৃশ্য এই প্রথম তাদের চোখে পড়েছে।

ফিনিশ আবহাওয়া ইনস্টিটিউটের বরফ বিশেষজ্ঞ জোনি ভিয়ানো বলেন, এমন ঘটনা সাধারণত ঘটে না। তবে সঠিক আবহ পেলে বছরে অন্তত একবার এরকম ঘটতে পারে।

তিনি বলেন, এ ক্ষেত্রে দরকার বাতাসের সঠিক তাপমাত্রা। যা শূন্য ডিগ্রির নিচে হতে হবে। পানির তাপমাত্রাও হিমাঙ্কে থাকতে হবে। ঢালু বালুর সৈকত ও শান্ত জলের তরঙ্গও দরকার। ঢেউ হালকা স্ফীত হতে হবে।

বিবিসির আবহাওয়া বিশেষজ্ঞা জর্জ গুডফেলো বলেন, এমন দৃশ্য তৈরিতে আবহাওয়া পরিস্থিতি ঠাণ্ডা ও কিছুটা ঝড়ো হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply