রেল দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী পরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার। শুদ্ধি অভিযানের নামে চুনোপুটি ধরলেও রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেন। দলের চেয়ারপার্সন গুরুতর অসুস্থ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
Leave a reply