কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় ৫ হাজার ৫০ পিচ ইয়াবাসহ নিলুফা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলুফা বেগম ধর্মপুর এলাকার আবুল কাশেমের স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এর নেতৃত্বে ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ সহস্রাধিক ইয়াবাসহ নিলুফা বেগমকে গ্রেফতার করা হয়। সে কনফেকশনারী দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। কক্সবাজার থেকে চালান এনে এ দোকান থেকে মাদকের পাইকারী ব্যবসা করে আসছিল।
Leave a reply