এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করতে চায় ভারত

|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে অল স্টার এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চ প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপরই এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে আরেকটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় ভারত।

আগামী মার্চেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন। আগামী বছরে ভারতের আহমেদাবাদে সরদার প্যাটেল স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। প্রায় এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতেই এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিক ট্রেকারের সূত্রে এমনটি জানা যায়।

সর্দার প্যাটেল স্টেডিয়ামটি হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়ে বেশি। প্রায় এক লাখ দর্শক একই সঙ্গে সরাসারি খেলা দেখার সুযোগ পাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply