বাউফলে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ও অবৈধ ১৫০ কেজি কারেন্ট জালসহ মোঃ শাকুর নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিন ও জালসহ শাকুরকে আটক করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল উপজেলার কালাইয়া বাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এসময় পলিথিন ও কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আঃ শাকুর(৩৭)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান বালী আটক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ধার্য করা হয়।

আটককৃত পলিথিন ও কারেন্ট জাল সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply