নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ফখরুলের

|

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার নির্বিকার হয়ে আছে। আমরা এনআরসি বিষয়ে বারবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। অথচ এ বিষয়ে সরকার ও সরকারের মন্ত্রীরা উদাসীন বক্তব্য প্রদান করে চলছেন।

রোববার দুপুরে ডাকসুতে নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। অভিযোগের তীর ‘মুক্তিযুদ্ধে মঞ্চ’ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর দিকে। যদিও মুক্তিযুদ্ধ মঞ্চ দাবি করেছে নুর বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা করেছে। তারা সেটি প্রতিহত করেছেন মাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply