পশ্চিমবঙ্গ দখলে নিতে বাংলা শিখছেন অমিত শাহ

|

বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম জানায়, গুজরাটে জন্ম নেয়া এই নেতা হিন্দিতে কথা বলতে অভ্যস্ত হলেও এবার বাংলা শেখার উদ্যোগ নিয়েছেন।

আগামী ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, পশ্চিম বঙ্গ দখলের লক্ষেই এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। যাতে বাংলা সংবাদমাধ্যমে প্রচারিত রিপোর্ট সম্পর্কে নিজেই জানতে পারেন।

অমিত শাহ’র বাংলা শেখার খবরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ মজা করেন। বলেন, ওনার নামটাইতো অমিত। বাংলা নাম। উনি বাংলা শিখছেন শুনলাম। তবে ওনার বাংলা শেখার দরকার নেই। কারণ বাংলার লোক ভালো করে হিন্দি জানেন। বোঝেন। আর উনি তো ভালো হিন্দি বলেন এবং বোঝেন। তবে এই রাজ্য থেকে যেসব বাঙালি সাংসদ হয়েছেন, বরং তাদের একটু হিন্দি শেখা উচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply