মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের পানপাতা মাছ

|

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরবের মেঘনা নদীতে আবার জেলের জালে ধরা পড়ল ৮ মণ ওজনের পানপাতা মাছ। এর আগে গত ১৫ নভেম্বর মেঘনায় ধরা পড়েছিল ৭ মণ ওজনের পানপাতা মাছ। গতকাল মঙ্গলবার রাতে ভৈরবের নৈশ মাছ আড়তে মাছটি বিক্রি হয় ৪৫ হাজার টাকায়। আড়তের মাছ বিক্রেতা পারভেজ মিয়া জেলে কাজলের কাছ থেকে মাছটি কিনে নেন।

ভৈরবের জেলে কাজল মিয়া আর গণি মিয়া গতকাল সকালে মেঘনা নদীতে নৌকা নিয়ে বের হয়। দুপুর পর্যন্ত কোন বড় মাছ জালে ধরা পরেনি। বিকালে আশুগঞ্জের কাছে নদীতে জাল ফেললে টানার সময় জোর লাগছিল বলে জানান জেলে গণি মিয়া। বুঝে উঠতে পারছিলেন না জালে কি মাছ। জাল টেনে নৌকার কাছে টানতেই দেখা যায় পানপাতা মাছটি। এরপর সন্ধ্যায় মাছটি আশুগঞ্জ বাজারে নেয়া হলে সেখানে ক্রেতা ছিলনা। পরে মাছটি রাতে ভৈরবের নৈশ মাছ আড়তে নিয়ে আসা হয়। মাছ দেখে মানুষের ভীড় জমে যায়। তারপর বাজারের ক্রেতা পারভেজ মাছটি ৪৫ হাজার টাকা দামে কিনে নেয়।

পারভেজ জানায়, এত বড় মাছের ক্রেতা নেই। মাছটি কেটে টুকরো করে ৩০০ টাকা কেজিতে বিক্রি করব। এতে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে তার।

জেলে কাজল মিয়া জানান, নদীতে আমরা বোয়াল, রুই, নলা মাছ মারতে যাই। কোনদিন মাছ বেশী পাই আবার কোনদিন কম পাই। কখনও পানপাতা মাছ জালে ধরা পড়েনি।

ভৈরব নৈশ মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান জানান, পানপাতা মাছ একটি বিরল প্রজাতির মাছ। এমাছ এখন বিলুপ্তির পথে। মেঘনায় এমাছ এখন দেখা যায়না। মাছটি গভীর পানিতে থাকে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান জানান। সাগরের সংযোগ স্হল মেঘনায় হয়তো ভুল পথে মাছটি এসে পড়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply