ইরানে খামেনিপন্থীদের জয়ের আভাস

|

ইরানে একাদশ পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুসারী রক্ষণশীলদের জয়ের আভাস মিলছে। দেশটির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুক্রবার রাত থেকে গণনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্লামেন্ট নির্বাচনের এই ফল প্রভাব ফেলবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে। শুক্রবার দেশটির ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ হাজারের বেশি প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করেন ১ কোটি ১০ লাখ ভোটার। যা মোট ভোটারের পাঁচ ভাগের মাত্র এক ভাগ।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজার ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইরানে প্রতি চার বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে শুধুমাত্র তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply