ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মামলাকারী ব্যারিস্টারকে হত্যার হুমকি

|

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিরুদ্ধে মামলাকারী ব্যারিস্টার আব্দুল হালিমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার এ বিষয়ে নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১১ মার্চ বাসায় একটি অজ্ঞাতনামা ব্যক্তির কাছে থেকে হুমকির চিঠি পেয়েছেন। যেখানে বলা হয়েছে, আপনি আমাদের আগের ফোন ও সতর্কবাণী ভুলে গেছেন। আপনি যদি হাইকোর্টে র‍্যাব ও পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা অব্যাহত রাখেন তবে মৃত্যু মুখে পতিত হবেন।

ব্যারিস্টার আব্দুল হালিম এর আগে একবার সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন বলে জিডিতে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply