করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা আগের থেকে ভালো

|

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছে বিবিসি। প্রধানমন্ত্রীর বাসভবনের সূত্রে এখবর জানায় তারা।

তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। নিজেই শ্বাস নিতে পারছেন বলে তার ভেন্টিলেটর লাগানোর প্রয়োজন হয়নি। আগের থেকে তিনি অনেক ভালো আছেন। বর্তমানে শুধু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তাকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একজন ‘যোদ্ধা’ উল্লেখ করে তিনি ‘জলদি সেরে উঠবেন’ বলে আস্থা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব।

পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, প্রধানমন্ত্রী পর্যাপ্ত অক্সিজেন এবং চিকিৎসা সেবার মধ্যেই দ্বিতীয় রাত কাটালেন হাসপাতালে। তবে, এই মুহুর্তে কৃত্রিম ভেন্টিলেশন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। প্রত্যাশা- খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে, দেশের করোনা মোকাবেলার হাল ধরবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply