কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

|

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৬টি ঘর ও একজন স্থানীয় বাসিন্দার বাড়ি পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদৌহা জানান, বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে রোহিঙ্গাদের ২টি শেডের কয়েকটি ঘর ও দোকান পুড়ে যায়।

এসময় রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা চালায় পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, আগুনে ক্যাম্পের পাশে জামাল হোসেন নামে একজন স্থানীয়ের বাড়ি পুড়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply