১০ দিন অ্যালকোহল বিক্রি বন্ধের ঘোষণা দিলো থাইল্যান্ড

|

নববর্ষ বা সংক্রানের আগে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে ১০ দিন অ্যালকোহল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।

ব্যাংকক পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা দেয়, করোনাভাইরাস মোকাবেলায় নেয়া হলো এই সিদ্ধান্ত। যার আওতায় ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরণের অ্যালকোহল পানীয় বিক্রি।

কিন্তু এ ঘোষণার পরই বৃহস্পতিবার বিভিন্ন পানশালা ও বিপণী বিতানে ভিড় জমান ক্রেতারা। থাইল্যান্ডে ৩ দিন যাবৎ হয় নিজস্ব নববর্ষ সংক্রান। যাতে, অংশ নেন বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। এবার, করোনাভাইরাসের কারণে ভাটা পড়েছে সেই ব্যবসায়।

থাইল্যান্ডে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ জন, আক্রান্ত আড়াই হাজারের মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply