বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলকে ২৫ লক্ষ টাকার বীমার আওতায় এনেছে বিসিবি

|

POTCHEFSTROOM, SOUTH AFRICA - FEBRUARY 09: Mohammad Akbar Ali of Bangladesh is presented with the trophy from Manu Sawhney, ICC Chief Executive Officer during the ICC U19 Cricket World Cup Super League Final match between India and Bangladesh at JB Marks Oval on February 09, 2020 in Potchefstroom, South Africa. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে ২৫ লক্ষ টাকার বীমার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

তবে বয়স ১৮’র কম হওয়ায় নওরোজ নাবিল এবং এস এম মেহরাবের বীমা ১০ লাখ টাকা। এতদিন কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ছিলেন বিসিবির বীমা সুবিধার আওতায়। এবারই প্রথম বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বীমা সুবিধার আওতায় আসলেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের প্রত্যেকের জীবন বীমা ৫০ লাখ টাকার। আর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সমান ২৫ লাখ টাকার বিমার আওতায় আকবর শামিমরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply