চাল আত্মসাতের অভিযোগে দুদকের দুই মামলা

|

করোনাভাইরাসের প্রকোপে কার্যত অচল সারাদেশ। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একের পর এক জেলাকে লকডাউন করা হচ্ছে। এর ফলে অসহায় মানুষরা যাতে খাবার নিয়ে কষ্ট না করে সেজন্য সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে। সেই কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে দুইটি মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুইটির বাদী দুদকের উপ সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।

প্রথম মামলায় আসামি করা হয়েছে মানিকগঞ্জের সিংগাইরের ডিলার মোঃ রফিকুল ইসলামকে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৮০ কেজি সরকারি চাল বিতরণ না করে আত্মসাত করেছে।

দ্বিতীয় মামলায় আসামি সিংগাইরের আরেক ডিলার মোঃ আবু বকর সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ- ৪ হাজার ৮৭০ কেজি সরকারি চাল আত্মসাৎ করেছেন তিনি।

এদিকে দুই আসামিকেই গ্রেফতার করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply