ইতালীয় প্রমোদতরীর ৯১ নাবিক করোনায় আক্রান্ত

|

ইতালীয় বিলাসবহুল প্রমোদতরী কোস্টা আটলান্টিকায় অন্তত ৯১ নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জাহাজটি গত ফেব্রুয়ারি থেকে জাপানের নাগাসাকি বন্দরে নোঙর করা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাহাজটির ৬২৩ জন কর্মীর সবার করোনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, প্রমোদতরীটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও তাদের অবস্থা গুরুতর নয়। অনেকের শরীরে ভাইরাসটি উপসর্গহীন অবস্থায় আছে।

যে কারণে সেটির একজন যাত্রীকে নাগাসাকির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরোহীদের সবাই জাহাজেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সবাইকে জাহাজ থেকে স্থলে আসতে নিষেধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যাওয়ার কথা ছিল প্রমোদতরীটির।

কিন্তু সে সময় চীনে করোনার প্রকোপের কারণে যেতে না পেরে জাপানের নাগাসাকির একটি শিপইয়ার্ডে আটকে রয়েছে প্রমোদতরীটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply