নির্বাচনী মাঠে বেবী নাজনীন

|

এ বছরের শেষের দিকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন দলের পাশাপাশি বিএনপি নেতারাও নিজ নিজ এলাকায় যাতায়াত শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন তারা।

বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সৈয়দপুরের মেয়ে লড়তে চান নীলফামারী-৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে।

শনিবার নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় এই শিল্পী। আগামী নির্বাচনের আগে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতবারের মতো একক নির্বাচন আয়োজনের সুযোগ এবার দেয়া হবে না।

ঢাকা থেকে বেবী নাজনীনের সফরসঙ্গী হন দলের যুগ্ম মহাসচিব হারুন রশিদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জেলা কমিটির সদস্য ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি শামসুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply