করোনার মধ্যেও সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে ভারত সরকার: মোদি

|

করোনা মহামারির মধ্যেও সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন সরকার। দ্বিতীয় মেয়াদের শাসনক্ষমতার বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে এ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময়, এক খোলা চিঠিতে এক বছরে বিজেপি সরকারের সাফল্য আর চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। কোভিড নাইনটিন পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ ও কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেন। শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুরদের দুর্ভোগের প্রতি আলোকপাত করেন মোদি।

মোদি জানান, লকডাউনে দিনমজুরদের দুর্দশা কমাতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তিনি দাবি করেন, অর্থনীতি পুনরুদ্ধারে দৃষ্টান্ত স্থাপন করবে ভারত। রাম মন্দির রায়, সংশোধিত নাগরিকত্ব বিলএর মতো বিতর্কিত বিষয়গুলোকেও সরকারের সাফল্যের তালিকায় তুলে ধরেছেন মোদি।

তবে চিঠিতে চলমান চীন-ভারত উত্তেজনা নিয়ে কিছু উল্লেখ করেননি তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply