রোগীর টাকা চুরির অভিযোগে ৩ মাসের জেল

|

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে আলম (২৭) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত আলম পীরগঞ্জ উপজেলার আবু বক্কর মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আলম বেশ কিছুদিন ধরে কৌশলে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও অবস্থানরত স্বজনদের টাকা ও মালামাল চুরি করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে একজন রোগীর টাকা চুরির প্রচেষ্টাকালে অবস্থানরত কয়েকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় বিষয়টি আরও অনেকে জানলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ফোর্সসহ তিনি ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপস্থিত জনতার অভিযোগ শোনেন।

এসময় চোর আলম চুরির প্রচেষ্টার বিষয় স্বীকার করে নিলে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply