জাবিতে করোনায় ক্ষতিগ্রস্ত দোকানিদের মুশফিকুর রহিমের ত্রাণ

|

করোনাভাইরাসের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন ক্ষুদ্র দোকানিদের খাদ্য সহায়তা ও ত্রাণ দিয়েছেন জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সহায়তা দেয়া হয়।

খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে ১৫ কেজি চালের সঙ্গে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু, সাবান রয়েছে।

মুশফিকুর রহিমের অর্থায়নে এই খাদ্যসহায়তা উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও উক্ত কর্মকাণ্ডের প্রধান সমন্বয়কারী জনাব এ টি এম আতিকুর রহমান। এসময় দেশের এই ক্রান্তিলগ্নে মুশফিকুর রহিমের মানবতা ও বিশ্ববিদ্যালয়ে প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে মুশফিকুর রহিমের আরও উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল ও আব্দুল্লাহিল মামুন নিলয়সহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply