আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্য ভারতে ঢুকছে

|

নির্ধারিত সময়ের একদিন পর আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্ট পণ্য।

দুই দেশের চুক্তি অনুযায়ী প্রথম চালানের এসব পণ্য গতকাল যাওয়ার কথা থাকলেও ‘আনুষ্ঠানিকতার’ কথা জানিয়ে একদিন পেছানো হয়েছে। আনুষ্ঠানিকতায় আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের শূণ্যরেখায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকবেন।

প্রথম চালানের দুই কন্টেইনারে আছে লোহার বার, যা পাঠানো হবে ত্রিপুরায়। অন্য দুই কন্টেইনারে থাকা ডাল যাবে আসামে।

কলকাতা বন্দর থেকে ভারতীয় পণ্যবাহী জাহাজ এম ভি সেঁজুতি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের চুক্তি স্বাক্ষর হয় ২০১৮ সালে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply