মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত

|

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত

অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার কুয়ালালামপুর আদালতে তার বিরূদ্ধে আনা ৭টি অভিযোগই প্রমাণিত হয়।

আদালতে এদিন নাজিবের ছেলেমেয়েরা উপস্থিত থাকলেও তার স্ত্রীকে দেখা যায়নি।

বিচারপতি মোহাম্মদ নাজিয়ান মোহাম্মদ গাজালি দেন এই রায়। বলেন, সন্দেহাতীতভাবে সাবেক প্রধানমন্ত্রীর বিরূদ্ধে সরকারি বিনিয়োগ খাত থেকে ৫৫০ মিলিয়ন ডলার সরানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

‘ওয়ান এম ডিবি’ নামে পরিচিত দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ৬৭ বছরের নাজিব সব অপরাধ অস্বীকার করেন। বলেন, রাজনৈতিক স্বার্থে তার বিরূদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিলো। আরও জানান, অর্থনৈতিক উপদেষ্টা ঝো লো তাকে বিপথগামী করেছে। রায়ের বিরূদ্ধে তিনি আপিল করবেন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি আগেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন।

নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

এই শুনানির সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আমি দেখেছি প্রসিকিউশন সফলভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে, মন্তব্য করে বিচারক মোহাম্মদ গাজালী বলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে এসব কাজ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply