উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

|

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

পানি কমতে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে কমেনি মানুষের ভোগান্তি।

বানের জল ঢুকে অধিকাংশ নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় খাবার পানির সংকট কাটেনি। এতে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে উপদ্রুত এলাকায়। তার ওপর আছে খাবার সংকট। কর্মহীন হওয়ায় বন্যাকবলিতরা এখনও তাকিয়ে সরকারি সহায়তার দিকে।

এদিকে পানি জমে সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা সড়কে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা। অবর্ণনীয় কষ্টের মধ্যেই দেখা দিয়েছে নদী ভাঙন। ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। কীভাবে সামনের দিনগুলো চলবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply