নেইমারদের স্বপ্ন ভেঙে ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ

|

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে জার্মান চ্যাম্পিয়নরা।

পিএসজির প্রথম আর বায়ার্নের ষষ্ঠ ট্রফি জয়ের ম্যাচে আক্রমণাত্বক শুরু করে দুই দল। কিন্তু পিএসজির সেরা দুই তারকা নেইমার ও এমবাপ্পেকে কড়া পাহারায় আটকে রাখে বায়ার্নের ডিফেন্ডাররা। সেই বাঁধা পেরিয়ে কিছু সট নিতে নেইমাররা সফল হলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া বায়ার্ন কিপার ম্যানুয়েল নয়ার।

প্রথমার্ধে আক্রমণ করেছে বায়ার্নও। মৌসুমে ৫৫ গোল করা লেভানডোভস্কির শট ফিরেছে পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিলো বাভারিয়ানদের। ৫৯ মিনিটে ম্যাচের জয়সূচক গোলের দেখা পায় দলটি। জশুয়া কিমিচের ক্রস থেকে বায়ার্নকে লিড এনে দেন পিএসজির সাবেক উইঙ্গার কিংসলি কোম্যান। ম্যাচে আর কোন গোল না হওয়ায় মৌসুমে ট্রেবল জয়ের উৎসবে মাতে বায়ার্ন মিউনিখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply