সাংবাদিকদের যাচ্ছেতাই বললেন বোলসোনারো

|

আবারও কড়া ভাষায় সাংবাদিকদের সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সংবাদকর্মীদের অথর্ব বলে অভিহিত করেন তিনি।

বিতর্কিত এ দুর্নীতিবাজের মতে, করোনাভাইরাসে আক্রান্ত হলে সাংবাদিকদের বাঁচার সম্ভাবনা কম। মঙ্গলবার এক সভায় গণমাধ্যমের ওপর এ ক্ষোভ ঝাড়েন বোলসোনারো। দুর্নীতির অভিযোগ ও মহামারি মোকাবেলার ব্যর্থতা নিয়ে ব্যাপক চাপে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার অভিযোগ, সাংবাদিকরা অসৎ উদ্দেশ্যে অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো বলেন, সশস্ত্রবাহিনীতে আমি ক্রীড়াবিদ ছিলাম। সেই অ্যাথলেট জীবন নিয়েও গণমাধ্যম মজা করতে ছাড়েনি। কিন্তু মনে রাখবেন, করোনাভাইরাস যখন আপনাদের মতো অথর্বদের ধরবে, প্রাণে বাঁচার সম্ভাবনা খুবই কম। আপনারা কেবল কলমকে খারাপ কাজে ব্যবহার করতে জানেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply