বাফুফে নির্বাচন’২০ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন প্রার্থী

|

বাফুফে নির্বাচন ২০২০ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন প্রার্থীর সবাই। যেখানে নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী প্রথমবারের মতো নির্বাচন করতে আসা বেশ কয়েকজন হাই-ভোল্টেজ প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ সেপ্টেম্বর।

এদিকে, সভাপতি প্রার্থী বাদল রায়ের মনোনয়নপত্র জমা দিতে যাওয়া কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চলকে, বাফুফে ভবনে ঢুকতে প্রথমে বাঁধা দেয়া হয়। বাক-বিতন্ডার পর অবশ্য তিনি ভবনে প্রবেশ করেন।

শেষ পর্যন্ত ২১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৪৯টি। ২১টি দিয়েছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। আর বাকি ২৮টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের প্রতিপক্ষ বাদল রায় স্বশরীরে উপস্থিত না হলেও, ছিলেন আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক। শফিকুল ইসলাম মানিকের মত নির্বাচনে নতুন মুখ আতাউর রহমান মানিকও।

তবে জমাট লড়াই হবে চার সহ-সভাপতি পদে। যেখানে লড়বেন ৮ প্রার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply