প্রতিষ্ঠার সাত দশক পর লাভের মুখ দেখলো এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম

|

প্রতিষ্ঠার সাত দশক পর লাভের মুখ দেখলো এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম। প্রথমবারের মতো চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও মাত্র ৫ কোটি টাকার বেশী ধানবীজ উৎপাদন করেছে ফার্মটি। কর্মকর্তারা জানালেন বিএডিসির ভাবমূর্তি রক্ষায় সতর্কতার সাথে কাজ শুরু করায় এসেছে এমন সফলতা।

১৯৪৭ সালে ঝিনাইদহের মহেশপুরে প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম। ২৭০০ একর জমির উপর প্রতিষ্ঠিত, ফার্মটি দীর্ঘদিন ধরেই পড়ে ছিল অযত্নে। ১৯৬২ সালে ৫টি উপ-খামার নিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন ফার্মটিকে পুনগঠন করে। গেল অর্থবছরে,হাইব্রীড বোরো বীজ প্রথমবারের মতো লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন করেছে ২০৩ টন বেশী,যার বাজারমূল্য ৫ কোটি টাকারও বেশী।

কর্মকর্তারা বলছেন, শ্রমিক-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে খামারের কার্যক্রম। এই খামারে চলছে শতশত শ্রমিকের জীবিকা।

অনিয়ম রোধে আর অনুকুল আবহাওয়ার কারণে, এই ফার্ম-এ প্রথমবারের মতো সফলতা এসেছে- এমন দাবি কর্তৃপক্ষের।

তবে, বৃহত্তম এই ফার্মে শ্রমিক সুরক্ষার বিষয়টি বরাবরই উপেক্ষিত। নেই কোন নীতিমালা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply