যানবাহনের ফিটনেস পরীক্ষায় আরও সেন্টার স্থাপনের নির্দেশ হাইকোর্টের

|

যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য দেশজুড়ে আরও ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২ মাসের মধ্যে বিআরটিএ কর্তৃপক্ষকে তা বাস্তবায়ন করতে হবে। আজ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস বিষয়ে ২০১৮ সালের ৯ জুলাই বিআরটিএ’র চেয়ারম্যানকে আইনি নোটিশ দেন তানভীর আহমেদ। কিন্তু বিআরটিএ চেয়ারম্যান নোটিশের জবাব না দেয়ায় তিনি একই বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানিতে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারির ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply