বাঙালির দুর্গাপুজোয় ‘না’, হিন্দিভাষী রামলীলায় উত্তর প্রদেশ বিজেপি সরকারের ‘হ্যাঁ’!

|

করোনা পরিস্থিতির কারণে এবার ভারতের অনেক রাজ্যেই জাঁকজমকভাবে দুর্গাপুজো করতে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় সরকারগুলো। তবে দিল্লিতে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার দুর্গাপুজোর আয়োজনে বিধিনিষেধ জারি করলেও বহাল রেখেছেন হিন্দিভাষী হিন্দুদের উৎসব রামলীলা’র জাঁকজমকপূর্ণ আয়োজনের অনুমতি। খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ নিউজ’র।

রামলীলা প্রসঙ্গে রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রামলীলা একটি বহু প্রাচীন প্রথা। এত প্রাচীন প্রথা কোনওভাবেই ভাঙা যায় না। তাই মহামারী সত্ত্বেও রামলীলার আয়োজন করা বন্ধ করা হবে না। কিন্তু দুর্গাপুজোর জন্য প্রত্যেকের নিজ নিজ বাড়িতে মুর্তি স্থাপন করতে হবে। কোনভাবেই বাহিরে প্যান্ডেল টানিয়ে জাঁকজমকভাবে আয়োজন করা যাবে না বাঙ্গালী হিন্দুদের এই মহাউৎসব।

সেইসাথে রামলীলা আয়োজনের জন্য কিছু নির্দেশনা দিয়েছে যোগী সরকার। তাতে বলা হয় উন্মুক্ত মাঠে রামলীলা আয়োজন করলেও তাকে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। আগত প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলকসহ মাঠে পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply