১০ লাখ ডলারে জামিন পেয়েছেন জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা

|

মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন, ১০ লাখ ডলার জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন। আদালতের নথি থেকে জানা গেছে, স্থানীয় সময় বুধবার সকালে মিনেসোটার উচ্চ-সুরক্ষিত কারাগার থেকে বের হন তিনি।

মে মাস থেকে সেখানে আটক ছিলেন শভিন। জুনে বিচারক তাকে নিঃশর্তভাবে সাড়ে ১২ লাখ ডলারে জামিন অথবা শর্তসাপেক্ষে ১০ লাখ ডলারে জামিন নেয়ার সুযোগ দেন।

শর্তসাপেক্ষে জামিন নেয়ায়, আগ্নেয়াস্ত্র সমর্পণ ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে বহিষ্কৃত হয়েছেন শাভিন। শভিনসহ ফ্লয়েড হত্যা অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তার সবাই বর্তমানে জামিনে মুক্ত।

আগামী বছর মার্চে শুরু হবে তাদের বিচার প্রক্রিয়া। ২৫ মে জর্জ ফ্লয়েডের গলায় শভিন প্রায় আট মিনিট হাঁটু চেপে রাখলে দম আটকে মারা যান নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ। প্রতিক্রিয়ায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে মাসব্যাপী উত্তাল ছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply