পরিবহন সংকটে সাড়ে চার হাজার হজযাত্রী

|

চলতি বছরের বাংলাদেশ বিমানের নির্ধারিত হজ ফ্লাইট আজ শেষ হচ্ছে। আগামীকাল শেষ হবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটও। কিন্তু এখনও ১১ হাজার ৭১৩ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অপেক্ষায়।

হজ অফিস জানিয়েছে, আজ সারাদিনে বাংলাদেশ বিমানের ৯টি ও সৌদি এয়ারলাইন্সের ২ টি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে ৪ হাজার ৪৭১ জন হজযাত্রী জেদ্দা যাচ্ছেন। এখন পর্যন্ত সৌদি পৌছেছেন ১ লাখ ১৪ হাজার ৫৩৪ জন হজযাত্রী। ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। এবছর হজে যাওয়ার কথা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। সে হিসেবে ১ হাজার ৫১ জন এখনও কোনো ভিসাই পাননি। এছাড়া অনুমতি মেলেনি ২৭ ও ২৮ আগস্টের জন্য আবেদন করা বাড়তি ১২টি স্লটের। ফলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর প্রায় সাড়ে চার হাজার হজযাত্রী পরিবহন নিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে।

অবশ্য, তবে হজ অফিস ও সংসদীয় কমিটির দাবি শেষ পর্যন্ত সবাই সৌদি আরবে যেতে পারবেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply