বাগেরহাটে নবজাতক চুরির পর হত্যা, পিতা আটক

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর থেকে শিশু চুরির পর হত্যার ঘটনায় নবজাতকের পিতা সুজন খাঁনকে আটক করেছে পুলিশ। এ সময় শিশুর পিতার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর চাচা রিপন খাঁন ও শিশুর ফুফা হাসিব শেখকে আটক করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ শিশুর পিতাকে গ্রেফতার দেখিয়েছে। এর আগে বুধবার দুপুরে এই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির ১৭ দিনের কন্যা সন্তান সোহানা রাতে বাবা-মায়ের কোলেই ঘুমিয়ে ছিল। রোববার মধ্যরাতের কোন এক সময় সে নিখোঁজ হয় সে। দু’দিন পর ওই বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে পুলিশ শিশুটিকে জীবিত অথবা মৃত উদ্ধারের জন্য ওই পুকুরসহ আশপাশের সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালায়।

সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply