নতুন ধর্ম নিরপেক্ষ আইন মেনে নিতে মুসলিমদের ১৫ দিন সময় বেধে দিল ফ্রান্স

|

ফ্রান্সে ধর্ম-নিরপেক্ষতা রক্ষায় নতুন আইন প্রণয়ন করলো সরকার। যা মেনে নিতে মুসলিম জনগোষ্ঠীকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ফ্রেঞ্চ কাউন্সিল অব দি মুসলিম ফেইথ-এর ৮ নেতার সাথে বৈঠকে তিনি মুসলিম নেতাদের রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেন। এ নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের আশ্বাস দেন মুসলিম নেতারা।

গেলো এক মাসের মধ্যে, দেশটিতে ৩টি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিলো।

নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনো ভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ফরাসি মুসলিম জনগোষ্ঠিতে বিদেশি কারো প্ররোচণা চলবে না। ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ইসলাম অবমাননার অভিযোগে বিশ্বজুড়ে চলছে ফ্রান্সের পণ্য বয়কট কর্মসূচি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply