কুড়িগ্রামে সাংবাদিকদের নিয়ে সাইবার অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সাইবার অপরাধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিমূলক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ট্রাফিক সার্জেন্ট আল হাসান ফরিদ, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরোয়ার এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু।

কর্মশালায় সাইবার বুলিং, রং পার্সোনেশন বা ভুয়া পরিচয় দান, শিশু সুরক্ষা ও গুড টাচ ব্যাড টাচ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য পরিহার বিষয়ক অপরাধ এবং প্রতিকার বিষয়ে আইনি পদক্ষেপ ও সমাধানের বিষয়ে আলোকপাত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply