ভারতে আন্দোলনরত কৃষকদের সাথে সমঝোতায় নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

|

ভারতে আন্দোলনরত কৃষকদের সাথে সমঝোতা আলোচনায় এবার নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালেও এ বিষয়ে হয় কেন্দ্রীয় সরকারের জরুরি বৈঠক।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার কার্যালয়ে হওয়া বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। গেলো ২৪ ঘণ্টায়, এ নিয়ে দু’বার জরুরি আলোচনায় বসলো সরকারপক্ষ। আজ স্থানীয় সময় বেলা ৩টায় কৃষক আন্দোলনের সাথে যুক্ত ৩২টি সংগঠনকে বৈঠকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু, তারা সেটি খারিজ করেছেন।

বিবৃতিতে জানানো হয়, আন্দোলন করছে ৫শ’র মতো ছোট-বড় সংগঠন। সেখানে, গুটিকয়েক নেতার সাথে সমঝোতা মেনে নিবে না তারা। সেপ্টেম্বরে পাস হওয়া, বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গেলো ৬ দিন ধরে রাজধানী দিল্লির সীমান্তে অবস্থান করছেন হাজার-হাজার কৃষক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply