ধেয়ে আসছে সাইক্লোন ‘বুরেভি’, ভারতে রেড অ্যালার্ট

|

ধেয়ে আসছে সাইক্লোন ‘বুরেভি’, ভারতে রেড অ্যালার্ট

শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব চালানোর পর ভারতের দিকে এগোচ্ছে শক্তিশালী সাইক্লোন- ‘বুরেভি’। বৃহস্পতিবার মধ্যরাতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ভূখণ্ডে আঘাত হানতে পারে ঝড়টি।

বুধবার ও বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধস হচ্ছে। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৭৫ হাজারের বেশি মানুষকে। রাখা হয়েছে ২৩৭টি অস্থায়ী শরণার্থী কেন্দ্রে।

এদিকে সাইক্লোনের গতিপথে রয়েছে কেরালা ও তামিলনাড়ু। রাজ্যগুলোয় সর্বোচ্চ সর্তকতা- রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টা, রাজ্যগুলোর মৎস্যজীবী এবং সংশ্লিষ্টদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। উপকূলে ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে জেলেদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই টেলিফোনে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণের নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply