সীমান্ত সুরক্ষায় নওগাঁয় ক্যাম্পেইন শুরু

|

সীমান্তে হত্যা ও চোরাচালান প্রতিরোধে নওগাঁয় ক্যাম্পেইন শুরু হয়েছে। অপরাধ দমনে সীমান্তবর্তী এলাকায় পুলিশের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক আলোচনা সভা করা হচ্ছে।

শুক্রবার বিকেলে পোরশা উপজেলার নিতরপুর সীমান্ত এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় স্থানীয় জন প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, শীত ও কুয়াশা বাড়লে বাড়ে সীমান্ত অপরাধ। তাই সীমান্ত হত্যা, চোরাচালান ও অপরাধ ঠেকাতে এবার আগে ভাগেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ধারাবাহিকতায় ক্যাম্পেইন শুরু করা হয়েছে। অপরাধ দমনে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply