মেক্সিকোতে ১৪ শতকের ‘খুলির দুর্গ’র আরেকটি অংশ আবিষ্কার

|

১৪ শতকে মেক্সিকোতে নির্মিত ‘খুলির দুর্গ’র আরেকটি অংশ আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। নতুন অংশটিতে মিলেছে ১১৯টি খুলি। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি জানিয়েছে এ তথ্য।

গবেষকদের ধারণা, বলিদানের পর খুলি সাজিয়ে রাখা হতো দুর্গটিতে। ধাপে ধাপে সাজানো মানুষের মাথার খুলি। নারী, পুরুষ ও শিশুসহ পাওয়া যায় সব বয়সের অস্তিত্ব।

২০১৫ সালে একটি ভবন সংস্কারের সময় মানব খুলির এ দুর্গের সন্ধান পান মেক্সিকোর প্রত্নতাত্ত্বিকরা। অ্যাজটেক টাওয়ার বলে পরিচিত ভবনটির পূর্ব দিকের নতুন একটি অংশ খুঁড়ে বের করেছেন এটি। পাওয়া গেছে শতাধিক মাথার খুলি। গবেষকদের ধারণা, দেবতাদের নামে নরবলি দেয়া হতো এখানে। এরপর সাজিয়ে রাখা হতো মাথার খুলি।

প্রত্নতত্ত্ববিদ রাউল ব্যারেরাস বলেন, ২০১৫ থেকে কাজ করছি। এবার পূর্ব দিকের একটি অংশ আবিষ্কার করেছি। এটা ভবন নির্মাণের শুরুর দিকের অংশ। মাথার খুলিগুলো প্রদর্শনীর জন্য রাখা ছিল।

অ্যাজটেক সভ্যতার প্রধান মন্দির ‘টেম্পলো মেয়রের’ খুব কাছেই ‘খুলি দুর্গের’ অবস্থান। সাড়ে ষোল ফুটের মতো ব্যাস গোলাকার ভবনটির। ধারণা করা হচ্ছে ১৪৮৬ থেকে ১৫০২ সালের মধ্যে নির্মিত হয় এটি। এ পর্যন্ত সন্ধান মিলেছে টাওয়ারের তিনটি অংশের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply