হাসিনা-মোদি বৈঠক; রেলসংযোগ ও স্মারক ডাকটিকিট উদ্বোধন

|

হাসিনা-মোদি বৈঠক; রেলসংযোগ ও স্মারক ডাকটিকিট উদ্বোধন

সহযোগিতামূলক ঐকমত্যের ধারা বজায় রেখে বাংলাদেশ-ভারতের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে মোদি জানান, বাংলাদেশের সাথে সুসম্পর্ককে সবসময়ই প্রাধান্য দেয় তার দেশ। বৈঠকের সময় আগামী মার্চে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

এসময় চিলাহাটি-হলদিবাড়ি রুটে রেল চলাচলের উদ্বোধন করেন দুই নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিটও চালু করে ভারত। শুরু হয় বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘরের যাত্রা।

এছাড়াও, কোভিড পরিস্থিতি মোকাবেলা করে একসাথে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন হাসিনা ও মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply