যুক্তরাষ্ট্রের প্রথম ন্যাটিভ আমেরিকান স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন ডেভ হাল্যান্ড

|

যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ডেভ হাল্যান্ডকে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সিদ্ধান্ত চূড়ান্ত হলে, এ পদে তিনিই হবেন প্রথম ন্যাটিভ আমেরিকান।

বৃহস্পতিবার, তথ্যটি নিশ্চিত করে বাইডেনের ট্রানজিশন টিম। এক বিবৃতিতে জানানো হয়- নতুন প্রশাসনের জলবায়ু পরিবর্তন বিষয়ক লড়াইয়ে যারা নেতৃত্ব দিবেন ডেভ তাদের অন্যতম। মার্কিনীদের কর্মসংস্থান দেয়ার পাশাপাশি তিনি দেখাশোনা করবেন নৃগোষ্ঠীগুলোর ভূমিবিষয়ক ইস্যু এবং জাতীয় উদ্যানও।

২০১৮ সালে, নিউ মেক্সিকো থেকে কংগ্রেসম্যান নির্বাচিত হন ডেভ হাল্যান্ড। লাগুনা পুয়েবলো নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে তিনিই প্রথম যাচ্ছেন মন্ত্রিপরিষদে। পেশায় আইনজীবী হাল্যান্ড, বৈশ্বিক জলবায়ু রক্ষা, বৈষম্যহীন আয়-উপার্জন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য লড়াই’র জন্য সুপরিচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply