স্প্যানিশ লিগে এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ

|

বাংলাদেশ সময় রাত আড়াইটায় এলচেরকে উড়িয়ে দিয়ে শিরোপার দৌড়ে একধাপ এগিয়ে যেতে রায় জিনেদিন জিদানের শিষ্যরা। লিগটেবিলের দুইয়ে থাকা দলটির একটাই লক্ষ্য ম্যাচ জিতে অ্যাটলেটিকোকে চাপে রাখা। এলচের বিপক্ষেই মাঠে ফিরবেন এডিন হ্যাজার্ড।

জিদান গণমাধ্যমকে জানিয়েছেন বেলজিয়ানের এই তারকা মাঠে নেমে পারফরম করার জন্য শতভাগ ফিট। ইনজুরিতে রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো, শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই তারকা ফুটবলার।

দুই দলের মুখোমুখি পাঁচ দেখায় পরিসংখ্যানে এগিয়ে রিয়াল। সবগুলিতে জয় পাওয়া রিয়ালকে রুখে দিতেই মাঠে নামবে এলচের।

অন্যদিকে বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়, টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের ১৩ নম্বর দল গেতাফে। জয় ছাড়া এই ম্যাচে আর কিছুই ভাবছে না অ্যাটলেটিকো।

অন্যদিকে গেতাফেও রুখে দিতে চায় টেবিল টপারদের। দুই দলের মুখোমুখি পাঁচ দেখার সবগুলোতেই জিতেছে অ্যাটলেটিকো। তাই পরিসংখ্যানে ও শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে টেবিল টপাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply