নাইজারে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

|

নাইজারের দুই গ্রামে সন্ত্রাসী হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ’। দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি নিশ্চিত করেছেন এ তথ্য।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শতাধিক মোটরসাইকেল নিয়ে গ্রামে প্রবেশ করে হামলাকারীরা। দু’ভাগে ভাগ হয়ে চালায় নৃশংসতা। মালি সীমান্তবর্তী চোমবাংগো গ্রামে হত্যা করা হয় ৭০ জনকে। পাশের গ্রামে প্রাণ যায় আরও ৩০ জনের। হামলায় আহত হয় আরও ৭৫ জন।

রোববার আক্রান্ত দুই গ্রাম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জাতিগত সহিংসতা আর সন্ত্রাসী হামলা প্রায় নিয়মিত ঘটনা পশ্চিম আফ্রিকার দেশটিতে। মালি-নাইজার সীমান্তবর্তী এলাকায় টার্গেটে পরিণত হন বিদেশি সেনারাও। গত সপ্তাহেই মালিতে দুই পৃথক হামলায় ৫ ফরাসি সেনার মৃত্যু হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply