আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো, আরিফিন শুভকে প্রধানমন্ত্রী

|

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে বঙ্গবন্ধুর চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ছবিটির কয়েকজন শিল্পী প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাওয়ার পর এমন অনুরোধ করেন প্রধানমন্ত্রী। গণভবণে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও অন্যান্যরা।

আরিফিন শুভ গণমাধ্যমকে জানান, ছবিটার শুটিংয়ের আগে বঙ্গবন্ধু কন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। ফিরে আসার আগে প্রধানমন্ত্রী আমাকে বললেন, “আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।”

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের কর্মশালায় অংশ নিবেন শুভ। এরপর ১০ এপ্রিল পর্যন্ত চলবে সিনেমাটির টানা শুটিং। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply