বাংলাদেশের নারীদের মধ্যে ঘরে থেকে কাজের আগ্রহ বাড়ছে: আইএলও

|

আর্থিক অবস্থার উন্নতির কারণে বাংলাদেশের নারীদের মধ্যে ঘরে থেকে কাজের আগ্রহ বাড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র ‘ওয়ার্কিং ফ্রম হোম, ফ্রম ইনভিজিবিলিটি টু ডিসেন্ট ওয়ার্ক’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের সমাজে অনেক নারী পর্দানশীল অবস্থায় বাসা থেকে কাজ করেন। তবে সরাসরি কর্মস্থলে যারা কাজ করেন, তারা আনুপাতিক হারে বেশি আয় করেন।

প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে যারা ঘরে থেকে কাজ করেন, তাদের আয় ১৩ শতাংশ কম। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা ২২ শতাংশ। ঘরে থেকে যারা কাজ করেন, তাদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগও কম। ট্রেড ইউনিয়ন অধিকার থেকেও তারা পিছিয়ে আছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply