যুক্তরাষ্ট্রের বেশ কয়েক রাজ্যে ট্রাম্প সমর্থকদের ভারি অস্ত্রের মহড়া (ভিডিও)

|

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাত্র দু’দিন আগে আবারও ট্রাম্প সমর্থকদের অস্ত্রের মহড়া দেখলো যুক্তরাষ্ট্র। কোন হামলা-সহিংসতা না হলেও রোববার রাজধানী ওয়াশিংটন ডিসি’সহ কমপক্ষে ১০-১২ রাজ্যে ছোট-ছোট দলে কট্টর ডানপন্থিরা জমায়েত হয় ছোট-ছোট দলে জমায়েত হয় রাজ্য প্রশাসনিক দফতরের সামনে। এসময়, কমবেশি সবার কাছেই ছিলো আগ্নেয়াস্ত্র ও বাইডেন প্রশাসন বিরোধী ব্যানার। যদিও, ন্যাশনাল গার্ডের বিশাল বহরের সামনে কোন সুবিধাই করতে পারেনি।

এদিকে, জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে শুধু রাজধানী ওয়াশিংটনেই মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য। কিন্তু, এফবিআই’র শঙ্কা, হতে পারে অভ্যন্তরীন ক্যু। তাই, নিবিড় পর্যবেক্ষণের নিরাপত্তা সদস্যরা।

র‌্যালিতে অংশ নেয়া ট্রাম্প সমর্থকরা বলেন, ‘ক্যাপিটল হিলে হামলার পরই এ সশস্ত্র র‍্যালির পরিকল্পনা ছিলো। গেলো দু’সপ্তাহে সহিংসতা মোকাবেলার সব প্রস্তুতি নেয়া হয়েছে। মূলতঃ উগ্রবাদী সংগঠন- অ্যান্টিফা, প্রাউড বয়েজ, বিএলএমের সদস্যদের সাথে আলোচনার জন্যেই এ উদ্যোগ।

আরেক সমর্থক বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। কারণ- রাজনীতি এখন পরিচালনা করেন শিল্পপতিরা। মূলতঃ এফবিআইর হুঁশিয়ারির পর, গণমাধ্যম ঢালাওভাবে প্রচার করছে- শপথগ্রহণের দিন ৫০ রাজ্যের ক্যাপিটলে একযোগে হামলা চালানো হবে। সে ভুল ভাঙ্গানোর জন্যেই এ র‍্যালি।

এফবিআই’র হামলা সতর্কতায় প্রতিটি রাজ্যের পুলিশ বাহিনীও বেশ তৎপর। তাই, কট্টরপন্থি ট্রাম্প সমর্থকদের ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি তাদের।

মিশিগান রাজ্য পুলিশের সদস্য লে. ব্রায়ান ওলেকসিক বলেন, মিশিগানে সশস্ত্র অবস্থায় বিক্ষোভ-সমাবেশ নতুন কিছু নয়। ২০ বছরের ক্যারিয়ারে এমন দৃশ্য বহুবার দেখেছি।কিন্তু, এবারের চিত্রটা একটু ভিন্ন-গুরুত্বপূর্ণ। কেননা- প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ঘিরে ৫০ রাজ্যে হামলার সতর্কতা পেয়েছি আমরা। উগ্রপন্থিদের হুঁশিয়ার করছি, কোন ধরণের অপরাধ কার্যক্রম সহ্য করা হবে না।

৬ জানুয়ারি, মার্কিন কংগ্রেসে হামলার এক লাখ ৪০ হাজারের মতো ছবি-ভিডিও-নথি হাতে পেয়েছে গোয়েন্দা বাহিনী। সেগুলোর ভিত্তিতে ২৭৫টি অপরাধ মামলার তদন্ত শুরু করেছে ফেডারেল কর্তৃপক্ষ। শতাধিক মানুষকে আটক করা হলেও; চার্জশিট দাখিল হয়েছে ৯৮ জনের নামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply