করোনা মোকাবেলায় যুদ্ধকালীন কর্মপরিকল্পনা হাতে নিলেন জো বাইডেন

|

করোনা মোকাবেলায় যুদ্ধকালীন কর্মপরিকল্পনা হাতে নিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে স্বাক্ষর করেছেন এ সংক্রান্ত ১০টি নির্বাহী আদেশে।

বৃহস্পতিবার, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় কর্মদিবসে আসে কোভিড প্রতিরোধে গৃহীত পদক্ষেপের ঘোষণা।

বাইডেন বলেন, মহামারির এক বছরে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যাকেও। আগামী মাসেই পাঁচ লাখ ছাড়াতে পারে মৃত্যু। তাই করোনা নির্মূলে কয়েক মাস সময় লাগলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাইডেন।

তাঁর গৃহীত ব্যবস্থার মধ্যে রয়েছে টিকা কার্যক্রমের গতি বৃদ্ধি, করোনা শনাক্তে পরীক্ষা বাড়ানো, মাস্কের মতো জরুরি পরিধেয় পণ্যের উৎপাদন বৃদ্ধি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply