রাজশাহীতে প্রকাশ্যে নারী হেনস্থা

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে প্রকাশ্যে নারী হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাঝ বয়সী এক ব্যক্তি। তার মুখে দাড়ি, গায়ে শীতের চাদর আর মাথায় টুপি। প্রথম দেখায় মনে হবে অসুস্থ, বের হয়েছেন সাহায্যের আশায়।

রোববার দুপুরে তিনি ঘুরছিলেন রাজশাহী নগরীর সাহেববাজার ও আরডিএ এলাকায়। যেসব স্থানে নারীদের জটলা সেখানেই তার আনাগোনা। ব্যস্ত বা যেসব নারী একটু অসতর্ক তাদের শরীর ছোঁয়ার চেষ্টা তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকজন নারীর শরীর ও স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও রেকর্ড করেছেন শফিউল আলম। তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তিনি জানান, রোববার দুপুরে সাহেব বাজারে গেলে তার নজরে বিষয়টি আসে। এরপর তিনি লোকটির পিছু নেন। প্রমাণ রাখার জন্য ভিডিও শুরু করেন। তিনি জানান, নারী হেনস্থার বিষয়টি যখন পরিষ্কার হয় তখন তিনি পুলিশ খুঁজতে থাকেন। কিন্তু পুলিশ না থাকায় লোকটিকে আটকাতে পারেননি।

এভিডিও দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। বেশীরভাগই বলছেন, লোকটির উদ্দেশ্যই নারীদের হেনস্থা করা। তারা এই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ব্যাপারটা ভয়ংকর। অতিসত্বর ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply